ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪০

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১১:৩২ পিএম
সিরিয়ার সাম্প্রতিক ছবি। সংগৃহীত

সিরিয়ার সুয়েইদা অঞ্চলে দ্রুজ ও বেদুইন জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সংঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ জুলাই) যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এই তথ্য জানিয়েছে।

এরই মধ্যে সংঘাতের অবসানে অঞ্চলটিতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার প্রধান আহমেদ আল শারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ‘সাম্প্রদায়িক সংঘাতে নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৮২ জন সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের হাতে নিহত হয়েছেন।’

এই সংঘাতে সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত ৩১২ সদস্য ও ২১ জন সুন্নি বেদুইন নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে এক দ্রুজ বণিকের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সুয়েইদায় এই সংঘাত ছড়িয়ে পড়ে।
 
এ সময় দ্রুজদের রক্ষার নামে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর চালানো এ হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এ  দিকে সুয়েইদায় আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার। 

সুয়েইদা অঞ্চলে দ্রুজ জাতিগোষ্ঠী ও বেদুঈন সুন্নি জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষ থামাতে অঞ্চলটিতে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়।

সেনারা স্থানীয় দ্রুজদের ওপর ব্যাপক নিপীড়ন চালান বলে অভিযোগ ওঠে। এর জেরে ইসরায়েল হামলা চালানো শুরু করে। সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে প্রেসিডেন্ট প্যালেস এলাকায় অবস্থিত দেশটির সামরিক সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনেও হামলা চালায় ইসরায়েল। সুয়েইদা অঞ্চলেও হামলা জোরদার করে ইসরায়েলি বাহিনী।