ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধের অবসান চেয়েছে ২৫টি দেশ। এরইমধ্যে এই ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী একযোগে যুদ্ধ বন্ধের জন্য বিবৃতি প্রকাশ করেছে। দেশগুলোর মধ্যে ‘ইসরায়েলের’ ঘনিষ্ঠ কয়েকটি মিত্রও রয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই ২৫ দেশের মধ্যে রয়েছে ইসরায়েলি মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলো।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ত্রাণ সরবরাহের ধীরগতি এবং শিশুসহ নিরীহ বেসামরিক মানুষদের নিষ্ঠুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই—যারা শুধু পানি ও খাদ্যের মতো মৌলিক চাহিদাটুকু পূরণ করতে চেয়েছিল।’
বিবৃতিতে আরও বলা হয়, “বেসামরিক মানুষের গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা অবরুদ্ধ করে রেখেছে ‘ইসরায়েল’ সরকার, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।”
ত্রাণবাহী ট্রাকের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার জন্যেও ‘ইসরায়েলের’ প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে ‘ইসরায়েল’। তারা বলছে, ‘এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি হামাসের প্রতি ভুল বার্তা পাঠায়।’
এদিকে গাজায় ফের ‘ইসরায়েলি’ হামলায় এখন পর্যন্ত আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন ত্রাণপ্রত্যাশীও রয়েছেন।
আপনার মতামত লিখুন :