শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৬ পিএম

রাশিয়ায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ভিডিও প্রকাশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৪:৫৬ পিএম

রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ধ্বংসাবশেষের ভিডিওচিত্র। ছবি- সংগৃহীত

রাশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ধ্বংসাবশেষের ভিডিওচিত্র। ছবি- সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে নেই কোনো যাত্রীই। বিধ্বস্ত ওই বিমানটি এরইমধ্যে শনাক্ত করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিচালিত একটি এমআই-৮ হেলিকপ্টার।

এরইমধ্যে হেলিকপ্টার থেকে শনাক্ত হওয়া বিমানটির ধ্বংসাবশেষের ভয়াবহ ভিডিওচিত্র প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, একটি জঙ্গলের অভ্যন্তরে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে বিমানটি। এবং জ্বলন্ত বিমানের চারপাশে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। আর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এর ধ্বংসাবশেষ, যা থেকে বোঝাই যায়, কী করুণ পরিণতি বরণ করতে হয়েছে যাত্রীসহ সব ক্রুদের।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম তাস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটি সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

বার্তা সংস্থা তাস আরিও জানায়, বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণের সময় পাইলটের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে বলা মনে করছে কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে আর্কটিক এবং দূরপ্রাচ্য এলাকায় বিমানযাত্রা অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, কারণ এসব স্থানে প্রায়ই বৈরী আবহাওয়া বিরাজ করে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলে নিরাপত্তা কিছুটা উন্নত হলেও দূরবর্তী অঞ্চলে দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে।

Shera Lather
Link copied!