ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংস করে পুরোপুরি ইহুদি বসতিতে রূপান্তর করা হবে বলে দাবি করেছেন ‘ইসরায়েল’-এর ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ‘ইসরায়েল’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রেডিও স্টেশন কোল বারামাকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়াহু বলেন, “সরকার দ্রুতগতিতে গাজাকে মুছে ফেলার পথে এগোচ্ছে। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমরা এই অশুভ শক্তিকে ধ্বংস করছি। একটি জনগোষ্ঠী যারা ‘মাইন ক্যাম্পফ’ (হিটলারের আত্মজীবনী) দিয়ে শিক্ষিত হয়েছে, তাদের আমরা পেছনে ফেলে দিচ্ছি।”
তিনি আরও বলেন, ‘গাজা পুরোপুরি ইহুদি বসতির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’ তিনি এও বলেন, “যে আরব ব্যক্তিরা ‘ইসরায়েল’র প্রতি অনুগত থাকবে, কেবল তাদেরই সেখানে রাখা হবে।”
চরম ডানপন্থি দল ওত্সমা ইহুদিত-এর এই নেতা বলেন, ‘আমরা বর্ণবাদী নই, আমরা কেবল তাদের বিরুদ্ধে লড়াই করছি যারা আমাদের বিরুদ্ধে লড়ছে।’
গাজায় মানবিক সংকট ও খাদ্যাভাবের কথা অস্বীকার করে তিনি বলেন, “গাজায় কোনো খাদ্যসংকট নেই। এসব ‘ইসরায়েল’র বিরুদ্ধে অপপ্রচার মাত্র। আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, যারা উদ্বিগ্ন তাদের উচিত নিজেদের খাদ্য পাঠানো।”
এই মন্তব্যগুলো এমন সময়ে করা হলো যখন গাজায় মানবিক বিপর্যয়, অনাহার এবং খাদ্যসংকটের অভিযোগে বিশ্বজুড়ে ‘ইসরায়েল’ কঠোর সমালোচনার মুখে পড়েছে।
জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা বলছে, গাজার পরিস্থিতি চরম বিপজ্জনক, অথচ ‘ইসরায়েল’ দাবি করেছে, তারা বিপুল সাহায্য পাঠাচ্ছে এবং সংকটের অভিযোগ ভিত্তিহীন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন