অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সাঁজোয়া গাড়িতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদ সংস্থা মেহের।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন। তবে পরবর্তীতে তারা স্বীকার করে যে, বিস্ফোরণের ঘটনায় একজন সেনা নিহত হয়েছেন এবং বাকি দুইজন আহত অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মীবাহী গাড়ির চলাচলের পথে বোমাটি পেতে রাখে এবং নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম বিস্ফোরণের ঘটনাটিকে প্রথমে ‘গুরুতর নিরাপত্তা ঘটনা’ হিসেবে বর্ণনা করে।
এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য গাজায় চলমান সংঘাতে একটি বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা প্রায়ই বিভিন্ন ধরনের গেরিলা হামলা চালিয়ে আসছে। সম্প্রতি এ ধরনের হামলার তীব্রতা বেড়েছে বলেই ধারণা করা হচ্ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন