বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১০:০৭ এএম

রাশিয়ার ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রকাশিত ছবি

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রকাশিত ছবি

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের তালিকায় চলে এসেছে। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূ-কম্পবিদ্যা ও টেকটনিকস বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিসেভস্কি বিবিসির নিউজডে প্রোগ্রামে বলেন, ‘এই ভূমিকম্পটি এখন রেকর্ড করা ইতিহাসের শীর্ষ দশ ভূমিকম্পের তালিকায়।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে অবস্থান করছে। ২০১০ সালে চিলির বায়োবিও অঞ্চলের ভূমিকম্প এবং ১৯০৬ সালে ইকুয়েডরের এসমেরালডাস অঞ্চলের ভূমিকম্পের মাত্রাও একই।

ইউএসজিএস চিলির ভূমিকম্প সম্পর্কে জানায়, ‘এই ভয়াবহ ভূমিকম্পটি কুইরিহু শহরের উপকূলে আঘাত হেনেছিল। এতে ৫২৩ জন নিহত হন এবং ৩ লাখ ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়।’

ইকুয়েডর-কলোম্বিয়ার ভূমিকম্প সম্পর্কে সংস্থাটি বলেছে, ‘ওই ভূমিকম্পটি শক্তিশালী সুনামির সৃষ্টি করেছিল। এতে দেড় হাজার মানুষের মৃত্যু হয়।’

অবিশ্বাস্য হলেও সত্য, ইতিহাসের পঞ্চম শক্তিশালী ভূমিকম্পটিও ঘটেছিল রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে। ১৯৫২ সালের সেই ভূমিকম্পটি ছিল বিশ্বের প্রথম রেকর্ড করা ৯ মাত্রার ভূমিকম্প।

এদিকে আজকের ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরই রাশিয়া ও জাপানের বেশকিছু এলাকা সুনামিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে রাশিয়ার একটি বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয়েছে। প্রায় ২ হাজার জনসংখ্যার শহরটির বাসিন্দাদের ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোক্কাইডোর উত্তরে সুনামির ঢেউ এরইমধ্যে পৌঁছে গেছে। ঢেউয়ের উচ্চতা ছিল আনুমানিক ৩০ থেকে ৪০ সেন্টিমিটার (১ থেকে ১.৩ ফুট)। যেসব স্থানে ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—টোকাচি বন্দর, নেমুরো হানাসাকি, হামানাকা শহর, কুশিরো বন্দর, এরিমো শহর। জাপানে অবস্থানরত বিদেশি পর্যটকদের নিরাপদ আশ্রয় খুঁজে পেতে স্থানীয়দের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আলাস্কার আগ্নেয়গিরিপূর্ণ দ্বীপ আমচিটকায় স্থানীয় সময় বিকেল ৫টা ১৪ মিনিটে ১ ফুট উচ্চতার জোয়ারের মতো সুনামি ঢেউ দেখা গেছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় (জাপান সময়) এ ভূমিকম্পের পরই জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি করা হয়। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। সতর্কতা জারির আধাঘণ্টার মধ্যেই এই ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের ফলে একটি সুনামি তৈরি হয়েছে যা হাওয়াইয়ের সব দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি করতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘জানমাল রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রথম ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপান ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাগুলো প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৭ মাত্রা নির্ধারণ করে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটির মাত্রা ৮ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরে এবং জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে। এনএইচকে টেলিভিশন জানিয়েছে, হোক্কাইডোতে ভূমিকম্পটি সামান্য অনুভূত হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কামচাটকা অঞ্চলের প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন, অনেকে তাড়াহুড়ো করে জুতা বা অতিরিক্ত পোশাক না পরেই ঘর ছাড়েন। ঘরের আসবাবপত্র উল্টে পড়ে, আয়না ভেঙে যায়, রাস্তায় থাকা গাড়ি দুলতে থাকে এবং ভবনের বারান্দা কাঁপতে দেখা যায়। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাট এবং মোবাইল ফোন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলেও জানিয়েছে তাস। এছাড়া এলাকাটির একটি কিন্ডারগার্টেনের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

আলাস্কার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশের জন্য সুনামি সতর্কতা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল— ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের কিছু অংশের জন্য নজরদারির নির্দেশনা জারি করেছে। এই সতর্কতা আলাস্কার বিস্তৃত উপকূলীয় অঞ্চল ও প্যানহ্যান্ডলের কিছু এলাকাও অন্তর্ভুক্ত করেছে।

Shera Lather
Link copied!