পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বার্তাসংস্থা আনাদোলু।
স্ট্যাটাসে ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে!’
বর্তমানে ঘাটতি কমাতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। এতে ২৫ শতাংশের পরিবর্তে দেশটির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি।
একই দিনে ট্রাম্প ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন। তিনি বলেন, ‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম উচ্চ এবং দেশটি সবচেয়ে কঠিন ও অযৌক্তিক অ-আর্থিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে।’ এ ছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, যা তিনি ১ আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছেন।
এর আগে, ১ আগস্টের মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমানে চালু ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ পর্যন্ত যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানান ওয়াশিংটন । তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ পায়নি এবং হোয়াইট হাউস জানিয়েছে, কিছু চুক্তি নিয়ে এখনো আলোচনা চলছে।