একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরান থেকে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে ৬ ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরিতে ইন্ধন দিচ্ছে। আমেরিকা তাদের এই রাজস্বের গতিকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিচ্ছে। ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য ২০টি সংস্থার ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৬টি সংস্থা ভারতের। তারা ইচ্ছা করেই মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে ভারতের প্রখ্যাত কিছু পেট্রোকেমিক্যাল কোম্পানি। এর মধ্যে রয়েছে– আলকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, প্রেসিডেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমারস।
এর মধ্যে আলকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের ওপর সবচেয়ে বড় ধরনের নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ভারতীয় এই সংস্থাটি ইরানের একাধিক কোম্পানির কাছ থেকে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ৮৪ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য কিনেছিল বলে অভিযোগ। আর গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড ৫১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল ইরান থেকে।