গাজায় ইসরায়েলি হামলায় আহত ২০০০ ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হাসান নাসবি বলেন, সুমাত্রা দ্বীপের কাছে দেশটির গালাং দ্বীপের চিকিৎসা কেন্দ্রে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়া হবে । যদিও চিকিৎসার বিষয়ে কোন ধরণের সময়সীমা জানাননি তিনি। এ অভিযান ফিলিস্তিনিদের গাজা থেকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ নই বলে স্পষ্ট করেন হাসান নাসবি। বলেন, রোগীদের সুস্থ হওয়ার পর গাজায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক মাস পর আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এ প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার পরামর্শের খুব কাছাকাছি বলে সমালোচনা করেন ইন্দোনেশিয়ার শীর্ষ ধর্মীয় নেতারা ।
এর জবাবে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বান্দুং।” এ সময় মধ্যপ্রাচ্য সংকট সমাধানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে বলে জানায় প্রাবোও সুবিয়ান্তো সরকার।
আপনার মতামত লিখুন :