ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায়

ম্যাখোঁকে হুমকি ইসরায়েলি ‘রাব্বির’, তদন্ত শুরু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:১৭ পিএম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো। ছবি- সংগৃহীত

ইসরায়েলি ‘রাব্বি’ কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে হুমকির ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটালিও এ খবর জানান। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

প্যারিসের প্রসিকিউটর জানিয়েছেন, অনলাইনে ইসরায়েলি রাব্বির হুমকির ঘটনার তদন্ত শুরু করেছে তারা। হুমকি দেওয়া রাব্বির নাম ড্যাভিড ড্যানিয়েল কোহেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী রিটালিও দেশটির অনলাইন ‘ফারো’ প্লাটফর্মের সাথে যোগাযোগ করেছেন।

কোহেনের এসব হুমকি দেশটির বিচার বিভাগের অনুচ্ছেদ ৪০ এ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হুমকি বার্তায় কোহেন লিখেন, ফ্রান্সের প্রেসিডেন্টের জানা দরকার, তার কফিনের প্রস্তুতি নেয়া ভালো। সৃষ্টিকর্তা দেখে নেবেন তাকে, কারণ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ম্যাঁখো নির্লজ্জের মতো তার সিদ্ধান্তের বিরোধীতা করছেন।

এদিকে, ড্যানিয়েল ড্যাভিড কোহেনের এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন দেশটির প্রধান ‘রাব্বি’ হাইম কোরসিয়া। জানান, কোহেন কখনো রাব্বি ছিলো না,  এমনকি কোহেন কখনো রাব্বির ওপর প্রশিক্ষণ বা প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেননি বলে জানান কোরসিয়া।