ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:২৬ পিএম
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের আয়োজনে কাউন্সিল অধিবেশন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে দিনব্যাপি ক্রীড়া ধারাভাষ্যকার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।

সংগঠনের সভাপতি মো. অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্জয় সরকার ও এম আর মোস্তাকের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ন্যাশনাল কমেন্টেটর ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক ও সেলিম রেজা তুষার প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা।  ছবি- রূপালী বাংলাদেশ

দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী আলফাজ উদ্দিন আহমেদ এবং বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম।

প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার কাছ থেকে অংশ নেন।

এছাড়া সংগঠনের সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য মো. অলিউল ইসলামকে সভাপতি এবং মো. ইসমাইল হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।