ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জনের মৃত্যুদণ্ড দিল ইরান

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:২৩ এএম

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয় যোদ্ধার মৃত্যুদ- কার্যকর করল ইরান। এ ছাড়া তাদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে হামলার অভিযোগও আনা হয়েছে। খবর অনলাইন আলজাজিরার। এতে বলা হয়েছে, এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজনের মৃত্যুদ- কার্যকর করেছে দেশটি। গতকাল শনিবার দেশটির বিচার বিভাগ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজানে অভিযুক্তদের মৃত্যুদ- কার্যকরের বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, ওই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা কয়েক বছর ধরে খুজেস্তান প্রদেশের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের পরিচয় জানানো হয়নি। বলা হয়েছে, ২০১৮ ও ১৯ সালে বাসিজ প্যারামিলিটারি ফোর্সের ৪ নিরাপত্তাকর্মী ও দুই পুলিশ সদস্য হত্যার সঙ্গে অভিযুক্তরা সম্পৃক্ত। আরও বলা হয়েছে, তারা খোররামশার গ্যাস স্টেশনও উড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে। শনিবার কুর্দিস যোদ্ধা সামান মোহাম্মাদিরও মৃত্যুদ- কার্যকর করে কর্তৃপক্ষ। মোহাম্মাদিকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০০৯ সালে এক জুমার দিন সানানদাজ শহরে মসজিদের ইমামকে হত্যার অভিযোগ আনা হয়। এ ছাড়া ডাকাতি, অপহরণ ও এক সৈনিককে খুনের অভিযোগও আনা হয়। এর এক সপ্তাহ আগে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহমান চুবিয়াসল নামের এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়।