ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

পরিচ্ছন্নতা অভিযান

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:৫১ এএম

ঝালকাঠির নলছিটিতে দুর্ঘটনাপ্রবণ একটি সড়ক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার সকালে নলছিটি-দরগাবাড়ি-জুরকাঠি সড়কের তালতলা মোড় থেকে দরগাবাড়ি পর্যন্ত দুপাশের ঘন জঙ্গল কেটে পরিষ্কার করেন স্বেচ্ছাসেবীরা। দীর্ঘদিন ধরে সড়কের বাকে ঘন জঙ্গলের কারণে সড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠনের নজরে আসলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইসলামি ছাত্র আন্দোলনের সেচ্ছাসেবী টিম এবং বিভিন্ন সমাজকর্মীরা এই অভিযানে অংশ নেন। গতকাল সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাভলী ইয়াসমিন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।