পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কালিগংগা নদীর পাড়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে, নদী থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, কালিগংগা নদী থেকে ইজারাদাররা নির্দিষ্ট স্থান থেকে উত্তোলন না করে সয়না রঘুনাথপুর ইউনিয়নের গা ঘেষে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। ফলে পুরো ইউনিয়নটিই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমিসহ অন্য স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ কারণে বালু উত্তোলনের টেন্ডার যেখানে, সেখান থেকে বালু উঠাতে হবে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।