টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াই শুরু হবে। এরই মধ্যে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এই প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেলেন তিনি। এশিয়া কাপে ৪ ম্যাচে ১৭৮ রান করেন সাইফ। টি-টোয়েন্টির ভালো পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছে ওয়ানডেতেও। তবে ওয়ানডে দলে নেই চোট পাওয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপ খেলার সময় পাঁজরে চোট পান এই অভিজ্ঞ ওপেনার। এখন পুনর্বাসনে আছেন তিনি। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ওয়ানডে দলে থাকা পাঁচ ক্রিকেটারÑ মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা এরই মধ্যে আরব আমিরাতের বিমান ধরেন। তবে ভিসা জটিলতায় পড়েন ওপেনার মোহাম্মদ নাঈম।
আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার পরই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশ ছাড়ার আগে ওয়ানডে দলে থাকা হাসান মাহমুদ বলেন, ‘এরই মধ্যে আমরা টি-টোয়েন্টি সিরিজটা জিতেছি। এবার ওয়ানডের পালা। ওয়েদার বাংলাদেশের মতোই, অনেক গরম আছে, মানিয়ে নিতে পারব।’ আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।