শক্তিশালী হারিকেন এরিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর দিকে অগ্রসর হতে থাকে। এর প্রভাবে ইতোমধ্যেই পূর্ব উপকূলে বিপজ্জনক ঢেউ ও স্রোতের কারণে সমুদ্রসৈকত বন্ধসহ সাঁতার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করেছে, মধ্য ফ্লোরিডা থেকে কানাডা পর্যন্ত আটলান্টিক উপকূলে এরিন প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পর্যটক ও সৈকতগামীদের লাইফগার্ড ব্যবহারসহ সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংক এলাকায় বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এ অঞ্চলটি প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটকের আকর্ষণের কেন্দ্র। মঙ্গলবার বিকেলে উত্তর ক্যারোলিনার গভর্নর জশ স্টেইন জরুরি অবস্থা জারি করেন।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এরিনের জলোচ্ছ্বাস ও ১০ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ উপকূলে আঘাত হানতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত প্রাণঘাতী স্রোতের ঝুঁকি থাকায় উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আউটার ব্যাংকে ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। হারিকেন সেন্টার জানিয়েছে, ‘ঝড়ের সঙ্গে উঁচু ঢেউ আছড়ে পড়বে, এতে উপকূল এলাকায় সড়ক অচল হয়ে পড়তে পারে।’
অন্যদিকে, বৃহস্পতিবার ভার্জিনিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলেও ঝড়ের প্রভাব পড়তে পারে। এদিকে আটলান্টিকের মধ্যাঞ্চল ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল বাতাসের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এরিনকে ক্যাটাগরি-২ হারিকেনে নামিয়ে আনা হলেও তা এখনো শক্তিশালী রয়ে গেছে। হারিকেনটি উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ১২ মাইল বেগে অগ্রসর হচ্ছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন