বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাওং থিয়েনথং ঘোষণা করেছেন যে, দুই লাখ আন্তর্জাতিক পর্যটককে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট বিনামূল্যে দেওয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যক পর্যটককে এই উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ড ভ্রমণে উৎসাহিত করাই এখন তাদের লক্ষ্য।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের পর্যটনমন্ত্রী ৭০০ মিলিয়ন বাত বাজেটে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট তহবিল প্রস্তাব করেছেন।
প্রকল্পটি ছয়টি বিমান সংস্থা থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার ও থাই ভিয়েতজেটের সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত হবে। একমুখী যাত্রার জন্য এক হাজার ৭৫০ বাত এবং রাউন্ড ট্রিপের জন্য তিন হাজার ৫০০ বাত মূল্যের অভ্যন্তরীণ টিকিটে সরকার ভর্তুকি দেবে।
আগের দিন সোরাওং জানিয়েছেন, মন্ত্রণালয় প্রস্তাবটি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় জমা দেবে। অনুমোদিত হলে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ (টিএটি) ‘আন্তর্জাতিক কিনুন, বিনামূল্যে থাইল্যান্ড অভ্যন্তরীণ ফ্লাইট’ উদ্যোগের আওতায় কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পটি আগস্ট থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। আর ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।
এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক পর্যটকরা বিমান সংস্থার ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড বিমান টিকিট বুক করলে দুইটি বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট বা একমুখী বিকল্প পাবেন। এ ছাড়াও ২০ কেজি লাগেজও অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রণালয় অনুমান করছে, দর্শনার্থীদের ব্যয় থেকে কমপক্ষে ৮ দশমিক ৮১ বিলিয়ন বাট সরাসরি রাজস্ব আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব ২১ দশমিক ৮০ বিলিয়ন বাত হবে। এটি সরকারের ২০২৫ সালের প্রচারণা ‘অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’-কেও সমর্থন করবে।
সোরাওং দেশীয় পর্যটকদের জন্য ‘অর্ধ-মূল্যের থাইল্যান্ড ভ্রমণ’ কর্মসূচির অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন। প্রধান শহরগুলোতে বুকিং ইতোমধ্যেই পূর্ণ হয়েছে, তবে মাধ্যমিক শহরগুলোতে এখনো প্রায় ৫৪ হাজার ৭৫টি স্লট রয়েছে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে এগুলোও সম্পূর্ণভাবে বুক হবে। মন্ত্রণালয় টিএটি-এর সঙ্গে পরামর্শ করে প্রকল্পের ফলাফল পর্যালোচনা করবে এবং দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনায় মধ্যম শহর ও অব্যবহৃত বাজেট বরাদ্দের দিকে বেশি মনোযোগ দেবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন