ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাজাকে অপমানের অভিযোগ থেকে দায়মুক্তি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:০৪ এএম
পুত্র-কন্যার সঙ্গে থাইল্যান্ডের প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা। ছবি- সংগৃহীত

'রাজাকে অপমান' করার অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। শুক্রবার (২২ আগস্ট) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ রায়ে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হয়েছে বলে জানান বিশ্লেষকরা।

থাইল্যান্ডে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের সদস্যদের যেকোনো ধরনের সমালোচনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। থাকসিনের (৭৬) বিরুদ্ধে এই আইনের আওতায় অভিযোগ আনা হয়।

২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি ২০১৪ সালে সামরিক বাহিনীর ক্যু নিয়ে মন্তব্য করেন। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে 'রাজাকে অপমান' করার অভিযোগ আনা হয়, যা প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন তিনি। ২০১৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা পরিবারের আরেক সদস্য ইংলাক। তিনি থাকসিনের বোন।

থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমনট্রি সাংবাদিকদের বলেন, 'আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।'

আইনজীবীর সামনে থেকে আদালত ছেড়ে যান থাকসিন। এ সময় তিনি হাসি মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বলেন, মামলা 'খারিজ' হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।