আগামী সপ্তাহে চার দিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৪ সালের পর, প্রেসিডেন্ট পুতিনের এটাই দীর্ঘস্থায়ী সফর। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে এ বছরের মে মাসে মস্কোতে দেখা করেছিলেন পুতিন। রাশিয়ার বার্তা সংস্থা আরটি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
এতে বলা হয়, রাশিয়ার বিজয় দিবসে আমন্ত্রণ পেয়ে মস্কোতে কয়েকদিনের সফর করেছিলেন জিনপিং। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করতে পুতিন যাচ্ছেন চীনে। তবে কী নিয়ে আলোচনা হবে তা প্রকাশ করা হয়নি।
তবে আরটি জানিয়েছে, সফরে পুতিন সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন। আগস্টের ৩১ থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট। চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিও বিন সম্প্রতি বলেছেন, এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান, ২০টি দেশের প্রধান এবং ১০ জন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবে।
এ ছাড়া ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পন দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে বেইজিং। সেখানে উপস্থিতির জন্য মে মাসের রাশিয়া সফরে ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানায় শি জিনপিং। সেই অনুষ্ঠানেও অতিথি হিসেবে উপস্থিত হবেন রুশ প্রেসিডেন্ট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন