নানা নাটকীয়তার পর অবশেষে এক ডানপন্থি ধনকুবের ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী নির্বাচিত করল থাইল্যান্ডের পার্লামেন্ট। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুতিন চার্নভিরাকুলের জয়ের ফলে দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এক শীর্ষ রাজনৈতিক পরিবারকে গদি হারাতে হচ্ছে। ইতোমধ্যে পরিবারটির নেতা আদালতের নির্দেশে পদচ্যুত হয়েছেন।
পেশায় অনুতিন চার্নভিরাকুল নির্মাণ খাতের সফল ব্যবসায়ী। এমনকি দেশটির পার্লামেন্ট ভবনটি অনুতিনের পারিবারিক নির্মাণপ্রতিষ্ঠান তৈরি করেছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এমনকি ২০২৩ সালের নির্বাচনে তিনি ফিউ থাই পার্টির হয়ে নির্বাচিত হন। কিন্তু এ গ্রীষ্মে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় প্রধানমন্ত্রী পেইতংতার্ন সিনাওয়াত্রার আচরণে আপত্তি প্রকাশ করে সমর্থন ত্যাগ করেন তিনি।
থাইল্যান্ডে ২০২৩ সালের নির্বাচনের পর থেকে শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি থাইল্যান্ডের শীর্ষ পদ দখল করে রেখেছিল; কিন্তু গত সপ্তাহে আদালতের রায়ে এ পরিবারের উত্তরসূরি পেইতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করা হয়।
পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ডে কোভিড-১৯-এর সময় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন অনুতিন চার্নভিরাকুল। সে সময় অনুতিন পশ্চিমা দেশগুলোকে ভাইরাস ছড়ানোর জন্য দোষারোপ করেছিলেন এবং পরে সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন