রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত অনড় অবস্থান নিলেও, শেষ পর্যন্ত তারা ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে ফিরে আসবে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুতনিক।
সাক্ষাৎকারে লুতনিক বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে, তারা দুঃখ প্রকাশ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে।’ এ সময় ভারত ‘যুক্তরাষ্ট্রকে সমর্থন’ না করলে, তাদের ‘৫০ শতাংশ শুল্ক’ দিতে হবে বলে জানান তিনি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন ‘দেখে মনে হচ্ছে, আমরা গভীর অন্ধকারে চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি।’ তার এ পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী।
ভারতের তীব্র সমালোচন করে মার্কিন এ মন্ত্রী বলেন, ‘ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিকস থেকেও সরবে না। যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায়, তো তারা হোক। কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন। তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন