নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরটিতে পা রাখলে, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য দায়ী একজন যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করেছেন আলোচিত মেয়রপ্রার্থী মামদানি।
ইতোমধ্যে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অভিযোগে বলা হয়েছে, তিনি এবং অন্য একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি এবং ওষুধসহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসপত্র থেকে বঞ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র আইসিসি'র কোনো পক্ষ নয় এবং এর কর্তৃত্বও স্বীকার করে না। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করার পর গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আদালতটির বিরুদ্ধে ব্যবস্থা নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই। অন্যদিকে, নেতানিয়াহুও হুমকিগুলো উড়িয়ে দিয়েছেন। জুলাই মাসে তিনি বলেছিলেন, মামদানির মন্তব্য নিয়ে তিনি চিন্তিত নন।
এদিকে মামদানি যুক্তি দিয়েছেন, নেতানিয়াহু নিউইয়র্কে থাকাকালীনও সামরিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে মধ্যপ্রাচ্যে বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।সম্প্রতি নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, নিউ ইয়র্কবাসীরা ইসরায়েল এবং যুদ্ধের বিষয়ে মামদানির অবস্থানকে ব্যাপকভাবে সমর্থন করেছেন।
তবুও মার্কিন আইন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদক্ষেপ কার্যত অসম্ভব হতে পারে। এটি কেন্দ্রীয় আইন লঙ্ঘন করতে পারে। তবুও মামদানি দ্বিমত পোষণ করে বলেন, তিনি প্রতিশ্রুতি থেকে পিছু হটবেন না। মামদানি বলেন, এটি এমন একটি বিষয়, যা আমি পূরণ করতে চাই। নিউইয়র্ক এমন একটি শহর, যা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে - আমার ইচ্ছা এটি নিশ্চিত করা।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন