শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৪৮ এএম

ত্রাণবাহী ট্রাকচালকের গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:৪৮ এএম

গুলিতে নিহত রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল ইৎজাক হারোশ ও সার্জেন্ট ওরান হারশকো। ছবি- সংগৃহীত

গুলিতে নিহত রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল ইৎজাক হারোশ ও সার্জেন্ট ওরান হারশকো। ছবি- সংগৃহীত

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী একটি সীমান্ত ক্রসিংয়ের কাছে গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন, রিজার্ভ লেফটেন্যান্ট কর্নেল ইৎজাক হারোশ (৬৮) এবং সার্জেন্ট ওরান হারশকো (২০)।

ইসরায়েলি সেনারা বলছেন, জর্ডান থেকে ত্রাণবাহী একটি ট্রাকে এসে অ্যালেনবি ক্রসিংয়ের কাছে গুলি চালায় এক ব্যক্তি। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনিও নিহত হন।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আবদুল মুততালিব আল-কায়সি। তিনি একজন বেসামরিক ব্যক্তি। তিন মাস আগে গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত হয়েছিলেন তিনি। জর্ডান এ ঘটনাকে নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই সহিংসতা আইনের লঙ্ঘন এবং দেশের স্বার্থের জন্য হুমকি। এটি গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।’

বিবৃতিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার জর্ডানের ২২টি ট্রাক গাজার উদ্দেশে সেতু পার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ৮ হাজার ৬৬৪টি সহায়তাবাহী ট্রাক এ পথে প্রবেশ করেছে।

এদিকে, হামাস এ হত্যার দায় স্বীকার না করলেও এটিকে দখলদার বাহিনীর দৈনন্দিন অপরাধ ও হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে।

জর্ডান ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। যদিও জর্ডান ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির কড়া সমালোচক।

ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারের ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিংটি বন্ধ করে দিয়েছে।

Link copied!