মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৪ পিএম

পাকিস্তানে নারীদের বিনামূল্যে স্কুটি দিচ্ছে সরকার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:৫৪ পিএম

পিঙ্ক স্কুটি।  ছবি- সিন্ধু সরকারের ওয়েবসাইট থেকে নেওয়া

পিঙ্ক স্কুটি। ছবি- সিন্ধু সরকারের ওয়েবসাইট থেকে নেওয়া

নারীদেরকে বিনামূল্যে বিদ্যুৎচালিত ‘পিঙ্ক স্কুটি’ দিচ্ছে পাকিস্তান। দেশটির সিন্ধু প্রদেশে নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সাশ্রয়ী যাতায়াতের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সিন্ধুর প্রাদেশিক সরকার। 

জিও নিওজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন মতে, সিন্ধুর পরিবহনমন্ত্রী শারজিল ইনাম মেমনের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পরিবহন সচিব, সিন্ধু ম্যাস ট্রানজিট অথরিটির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী মেমন জানান, ‘পিঙ্ক স্কুটি প্রকল্প’-এর আওতায় নারীদের এবং ছাত্রীদের বিনামূল্যে বৈদ্যুতিক স্কুটি সরবরাহ করা হবে। এই প্রকল্প নারীদের যাতায়াতে সময় ও ব্যয় সাশ্রয় করবে এবং তাদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, আবেদন করা নারীদের তথ্য ও নথি এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে সিন্ধু ম্যাস ট্রানজিট অথরিটির মাধ্যমে। আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে স্কুটি বরাদ্দ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সিন্ধু সরকারের এই পদক্ষেপ নারীদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরিবহনমন্ত্রীও ছাত্রী ও কর্মজীবী নারীদের এ সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!