ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিল সুমুদ ফ্লোটিলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৩:৩৯ এএম

ইসরায়েলের হাতে তাদের জাহাজ ও কর্মী আটকের পর বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের নৌবহরের ওপর ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে।

বিবৃতিতে তারা লিখেছে, ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলা শুরু হয়েছে। এখনই প্রতিক্রিয়া জানানোর সময়। রাস্তায় নেমে আসুন- গণহত্যায় জড়িত দূতাবাস, সংসদ এবং করপোরেশনগুলো বন্ধ করে দিন।’

ফ্লোটিলার পক্ষ থেকে আরও জানানো হয়, এটি শুধু একটি নৌবহরের ওপর হামলা নয়, বরং এটি ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। তারা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে- ‘মুক্ত ফিলিস্তিনের জন্য এটি বন্ধ করে দিন’।

উল্লেখ্য, ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক সংহতি আন্দোলন, যারা গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নৌবহর পাঠিয়ে থাকে। সংগঠনটি দাবি করে, তাদের মিশন শান্তিপূর্ণ এবং মানবিক, কিন্তু ইসরায়েল বারবার এ ধরনের উদ্যোগ প্রতিহত করে আসছে।

সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে ফ্লোটিলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে- ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গাজায় চলমান অবরোধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।