উগান্ডার জাতীয় নির্বাচনের আগে উত্তরের গুলু শহরে বিরোধী নেতা ববি ওয়াইন ও তার সমর্থকরা নিরাপত্তা বাহিনীর হাতে মারধরের শিকার হয়েছেন।
জানা গেছে, ববি ওয়াইন আগে একজন জনপ্রিয় গায়ক ছিলেন এবং এখন রাজনীতিতে সক্রিয়, দেশটির ৮১ বছর বয়সি প্রেসিডেন্ট ইয়োওরি মুসেভিনিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
শনিবার রাতে ববি ওয়াইন তার এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, তিনি এবং তার সমর্থকরা প্রচার সভার উদ্দেশ্যে গুলুতে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন স্টিক ও পাথর দিয়ে তাদের ওপর হামলা চালান।
তিনি জানান, ‘পুলিশ ও সেনারা আমাদের ওপর স্টিক দিয়ে আঘাত করেছে। আমার একটি বন্ধুর মাথায় আঘাত লেগেছে এবং বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ববি ওয়াইন আরও জানান, তার প্রচারণার সরঞ্জাম, সহিংসতার সময় ব্যবহৃত মাইক্রোফোন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়েছে। তিনি হামলার একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে অনেক সেনা ও পুলিশ স্টিক দিয়ে লোকদের মারছে।
উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ম্যাগেজি দাবি করেছেন, ববি ওয়াইন ও তার সমর্থকরা অনুমোদিত সময়ের বাইরে অবৈধ প্রক্রিয়ায় প্রচারণা চালাচ্ছিলেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী আইন মেনে চলার দায়িত্বে আছে।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক বুধবার একটি বিবৃতিতে উগান্ডায় বিরোধী দলের ওপর বাড়তে থাকা দমনমূলক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরে অন্তত ৫৫০ জন জাতীয় ঐক্য প্ল্যাটফর্ম পার্টির সমর্থককে আটক করা হয়েছে।
সূত্র : রয়টার্স


