বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আর্চকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। বুধবার (১০ ডিসেম্বর) দায়িত্ব পালনে অবহেলা ও আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দেশটিতে ২০ বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রদ্রিগো পাজ।
পাজ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, দেশটির সাবেক ক্যারিশমাটিক নেতা ইভো মোরালেসের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে আর্চ দুর্নীতি ও অর্থ আত্মসাতের মত ঘটনায় জড়িয়ে পড়েন। ইভো মোরালেস ২০০৬ - ২০১৯ দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
দুর্নীতির বিরুদ্ধে নিয়োজিত পুলিশের বিশেষ শাখা বার্তাসংস্থা এপিকে জানান, বলিভিয়ার রাজধানী লাপাজে সংস্থাটির সদর দপ্তরে আর্চকে বন্দি রাখা হয়েছে। দুর্নীতির ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করা হবে বলে জানায় সংস্থাটি।
দেশটির সরকারি কর্মকর্তারা আর্চের গ্রেপ্তারের ঘটনাকে নতুন সরকারের দুর্নীতি নির্মূলের অঙ্গীকার বাস্তবায়নের সূচনা হিসেবে দেখছে। আর্চের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বলিভিয়ার আইনে তার ৬ বছরের কারাদণ্ড হতে পারে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন