দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে আরও ১০৫ জনকে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত তাদের ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজার ও খাগড়াছড়ি জেলার সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়।
ফেনীতে ৩৯ জনকে পুশ-ইন
জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
পঞ্চগড়ে ২১ জনকে পুশ-ইন
জেলার সদর উপজেলা সীমান্তে শিশুসহ ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ছয়জন নারী, দুইজন পুরুষ ও ১৩ জন শিশু।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএস। এ সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
লালমনিরহাটে ২০ জনকে পুশ-ইন
জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এর মধ্যে ৯ জন নারী ও সাত শিশু ও দুজন পুরুষ রয়েছে। তারা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে সীমান্ত পেরিয়ে আসা ২০ জন পুলিশের হেফাজতে থাকার বিষয়টি পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
কুমিল্লায় ১৩ জনকে পুশ-ইন
জেলার সদর উপজেলার সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টায় উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারে ৭ জনকে পুশ-ইন
জেলার কুলাউড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়িতে ৫ জনকে পুশ-ইন
জেলার রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। তারা হলেন- স্বামী-স্ত্রী ও তাদের তিন মেয়ে।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে ঢোকেন। বাংলাদেশে প্রবেশের পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
আপনার মতামত লিখুন :