ফুটবল থেকে আরও একটি বর্ণাঢ্য অধ্যায়ের ইতি। বিশ্ব ফুটবল এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এই ক্রোয়েশিয়ান কিংবদন্তির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার কথা আগেই জানিয়েছিল লস ব্লাঙ্কোসরা। ফলে মাদ্রিদের ক্লাবে ১৩ বছরের যাত্রা শেষ করছেন মদ্রিচ।
রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় এবং ২০১৮ সালের ব্যালন ডি'অর জয়ী লুকা মদ্রিচ ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন।
আজ বৃহস্পতিবার ক্রোয়েশীয় এই মিডফিল্ডার নিজেই এই খবর নিশ্চিত করেছেন, যার মধ্য দিয়ে স্পেনে তার ট্রফিতে ভরা অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
২০১২ সালে রিয়ালে যোগ দেওয়া মদ্রিচ ক্লাবটির হয়ে প্রায় ৬০০ ম্যাচ খেলেছেন এবং রেকর্ড ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপাসহ প্রায় ৩০টি ট্রফি জিতেছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচটি হবে শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের লা লিগার ফাইনাল খেলা।
৩৯ বছর বয়সী এই তারকা জানিয়েছেন যে আগামী মাসে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ করেই তিনি বিদায় নেবেন।
ইনস্টাগ্রামে মদ্রিচ লিখেছেন, ‘সময় এসে গেছে। যে মুহূর্তটা আমি কখনোই আসতে চাইনি, কিন্তু এটাই ফুটবল, এবং জীবনে সবকিছুরই একটা শুরু আর শেষ আছে... শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলব।’
তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা একজন ফুটবলার এবং একজন ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সফল একটি অধ্যায়ের অংশ হতে পেরে আমি গর্বিত।’
মদ্রিচ তার বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, ‘যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর মাঠে এই জার্সি পরব না, আমি সব সময় একজন মাদ্রিদিস্তা (রিয়াল মাদ্রিদ সমর্থক) থাকব।’
আপনার মতামত লিখুন :