বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র। ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১২টা ১১ মিনিট ৫০ সেকেন্ডে সংঘটিত হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ৬ দশমিক ৮২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, মাত্র ১০ কিলোমিটার গভীরে। উপকূলীয় অঞ্চল কিংবা দ্বীপাঞ্চলে ভূমিকম্পের প্রভাব এখনো মূল্যায়নের পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, একই সময়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি সংঘটিত হয় রাত ১২টা ১২ মিনিটে। এর গভীরতাও ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সাবাং শহর থেকে প্রায় ২৫৯ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।
পার্শ্ববর্তী এলাকায় কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :