ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৯ জন নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:০৮ পিএম
থাইল্যান্ডের সুফান বুরি প্রদেশে বিস্ফোরণে বিধ্বস্ত হয়ে যায় আতশবাজির কারখানা। ছবি- সংগৃহীত

থাইল্যান্ডের কেন্দ্রীয় অঞ্চলের সুফান বুরি প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রদেশটির মুয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে। সেখানে কারখানাটি সম্পূর্ণ ছাই হয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা শুরুতে ৪ জন বলা হলেও পরে তা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহত দুজনকে পাশের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।’

থাইল্যান্ডে এ ধরনের কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ নতুন নয়। দেশটিতে নিরাপত্তা বিধি বাস্তবায়ন দুর্বল থাকায় প্রায় এ ধরনের খবর পাওয়া যায়। গত বছরও একই প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছিলেন।