ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

আর্মেনিয়া-আজারবাইজানের সংঘাত নিরসনে শান্তিচুক্তি ঘোষণা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১২:৫৬ পিএম
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পাশিনিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রায় চার দশক ধরে চলে আাসা আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘাত নিরসনে একটি প্রাথমিক শান্তিচুক্তির ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৯ আগস্ট) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পাশিনিয়ান-এর সঙ্গে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। তারা ওভাল অফিস ও স্টেট ডাইনিং রুমে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।

আর্মেনিয়া একটি ৪৩ কিলোমিটার দীর্ঘ ট্রানজিট করিডোর উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রকে অধিকার দিতে যাচ্ছে, যার নাম রাখা হবে ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রস্পেরিটি’। এই করিডর পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংযোগ তৈরিতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘোষণার আগে, গত মাসে আবুধাবিতে আলিয়েভ ও পাশিনিয়ান-এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনা করেন ।এছাড়া গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ন্যাটো মহাসচিব মার্ক রুটে-এর সঙ্গে সাক্ষাৎকালে বলেছিলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তির প্রচেষ্টা ‘সফল সমাপ্তির পথে’ অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আর্মেনিয়ার সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত কারাবাখ অঞ্চল ও আশপাশের সাতটি জেলা অধিকৃত করে নেয়। পরবর্তীতে ২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আজারবাইজান ওই অঞ্চলের অধিকাংশ এলাকা মুক্ত করে নেয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান কারাবাখে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, যখন অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী বাহিনী আত্মসমর্পণ করে। চলতি বছরের মার্চে আজারবাইজান ও আর্মেনিয়া ঘোষণা করে, তারা শান্তিচুক্তির ১৭টি অনুচ্ছেদে সম্মত হয়েছে। তবে এখনো তা চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়নি।