ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মিয়ানমারে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৩২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:৪২ পিএম
মিয়ানমারের কারেনি অঙ্গরাজ্যের মাওচি শহরে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। ছবি- সংগৃহীত

মিয়ানমারের কারেনি অঙ্গরাজ্যের মাওচি শহরে জান্তার বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। কারেনি স্টেট ইন্টেরিম এক্সিকিউটিভ কাউন্সিলের (আইইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৭ আগস্ট জান্তার বিমানবাহিনী মাওচিতে দুই দফা হামলা চালায়। এতে ৩২ জন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হন। এর আগে গত জানুয়ারিতে শহরটি কারেনি প্রতিরোধ বাহিনীর যৌথ বাহিনী দখল করে। সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইইসির দ্বিতীয় সম্পাদক উ বানইয়ার বলেন, ‘মাওচিতে খনি রয়েছে বলে এখানে অনেক ব্যবসায়ী ভিড় করেন। এ ছাড়াও এখানে চাল ও নিত্যপণ্য বিক্রি হয়। জান্তা এখানকার সামাজিক-অর্থনৈতিক জীবন ধ্বংস করতে এবং মানুষকে ভীত-সন্ত্রস্ত করতে চাইছে।’

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, আটজন নারী ও দুই শিশু রয়েছে। এর মধ্যে ছয়টি দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি।

উ বানইয়ার জানান, এটি কারেনি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বিমান হামলা।

এরপরও মঙ্গলবার সকালে জান্তার যুদ্ধবিমান আবারও মাওচিতে হামলা চালায়। তবে নতুন করে হতাহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জান্তার এ হামলার ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইইসি।

এর আগে চলতি বছরেই মাওচিতে ১৪ বার বিমান হামলা চালিয়েছে জান্তা। শুধু গত মাসেই তিন দফা হামলায় ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।