ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

সু চির স্বাস্থ্যের অবনতির খবর ‘বানোয়াট’: মিয়ানমার জান্তা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:২৫ পিএম
অং সান সু চি। ছবি- সংগৃহীত

মিয়ানমারের সামরিক সরকার আটক বেসামরিক নেতা দাউ অং সান সু চির স্বাস্থ্যের অবনতির খবর প্রত্যাখ্যান করেছে। জান্তার দাবি, এ ধরনের খবর ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়েছে চীন সফররত প্রধান মিন অং হ্লাইংয়ের আলোচিত সফর থেকে মনোযোগ সরাতে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জান্তাপন্থী গণমাধ্যমে সরকারের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জাও মিন তুন বলেন, প্রতিবেদনগুলো ‘বানোয়াট’ এবং এর উদ্দেশ্য ছিল চীনে উচ্চপর্যায়ের অনুষ্ঠানে মিয়ানমারের অংশগ্রহণকে আড়াল করা।

তিনি জানান, এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২০২৫ সালের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে চীনের বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন।

জাও মিন তুন বলেন, ‘দাউ অং সান সু চি সুস্থ আছেন। আমরা যখন চীনে ছিলাম, তখন মিয়ানমারের নেতার উপস্থিতি এবং কার্যক্রম সংবাদমাধ্যমে প্রচারিত হতে শুরু করে। সেই মুহূর্তে ওই খবরকে ধামাচাপা দিতে এই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি সম্পূর্ণ বানোয়াট।’

তিনি আরও অভিযোগ করেন, গুজবগুলো ‘মিয়ানমারের উন্নয়নের বিরোধীরা ছড়িয়েছে’।

অন্যদিকে কিম আরিস নামে পরিচিত সু চির ছেলে কো থেইন লিন ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্ট-কে জানান, তার মায়ের হৃদরোগের অবস্থা আরও খারাপ হয়েছে এবং তার জীবন হুমকির মুখে থাকতে পারে। পরিবার একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়ার অনুরোধ জানালেও তার মায়ের অবস্থান বা তিনি কী ধরনের চিকিৎসা পাচ্ছেন তা তারা জানেন না।

কিম আরিস বলেন, ‘‘আমার মায়ের স্বাস্থ্যের অবনতির খবর শুনে আমি খুবই কষ্ট পাচ্ছি’।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘অং সান সু চিকে মুক্তি দেওয়ার এখনই সঠিক সময়। বিলম্ব না করে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া মানবিক ও নৈতিক দায়িত্ব।’

৮০ বছর বয়সী নোবেল বিজয়ী সু চি বর্তমানে তার চতুর্থ মেয়াদে কারাবাসের সময় পার করছেন। ১৯৮৯ সাল থেকে ধারাবাহিক সামরিক শাসন তাকে একাধিকবার কারাগারে রেখেছে। ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে কার্যত জনসাধারণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে খবর প্রকাশিত হয়, তিনি দাঁতের সমস্যায় ভুগছিলেন, তবে বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ পাননি।

সূত্র: দ্য  ইরাবতী