বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৩৩ পিএম

নেপালে কারাগারে সেনাদের গুলিতে ২ বন্দি নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৩৩ পিএম

নেপালে নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

নেপালে নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য। ছবি- সংগৃহীত

নেপালের বাগমতি প্রদেশে কারাগার থেকে পালানোর চেষ্টা চালাতে গিয়ে সেনাদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে রামেচাপ জেলায় এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাগমতি প্রদেশের একটি কারাগারে বন্দিরা কয়েকটি তালা ভেঙে মূল গেট ভাঙার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বন্দি পালাতে পারেনি।

নেপাল পুলিশ সদরদপ্তরের মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, বিক্ষোভ চলাকালীন দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৪ হাজার ৩০৭ বন্দি পালিয়ে গেছে।

এদিকে নেপালে সহিংস বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. প্রকাশ বুধাথোকি বলেন, আহতদের মধ্যে ৯৪৯ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সারা দেশ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।

এর আগে নেপালের সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশজুড়ে বিক্ষোভে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে ছাত্রজনতা দুর্নীতির অভিযোগে কে পি শর্মা অলির সরকারের পতন ঘটিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করে।

বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের বিষয়ে আলোচনা চলছে। বিক্ষোভের মুখে কে পি শর্মা অলি পদত্যাগ করার পর সেনাবাহিনী দেশের নিরাপত্তার দায়িত্ব নেয়। এরইমধ্যে কারফিউ জারি করে দেশজুড়ে সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে, বিক্ষোভকারী তরুণেরা প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Link copied!