হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বৃহৎ আবাসিক এলাকায় একাধিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতে বহু হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দমকল ও জরুরি সেবা বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভবনগুলোর ভেতরে অনেকেই আটকা পড়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, অন্তত দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন, পাশাপাশি আগুন নেভানোর সময় দমকল বাহিনীর কয়েকজনও আহত হয়েছেন।
চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মোট সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা উদ্বেগজনক, একজন স্থিতিশীল এবং বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস আশপাশের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা–জানালা বন্ধ রাখতে এবং আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকতে আহ্বান জানিয়েছে। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জনসাধারণকে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ব্লক রয়েছে, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে বাঁশের ভারা থাকা অবস্থায় আগুন দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না, তবে কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন