এবার মোবাইল নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছে গোটা স্পেন। দেশটির শীর্ষস্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর নেটওয়ার্ক ব্যবস্থা বিপর্যস্ত। গ্রাহকরা ফোন করতে পারছেন না, পাঠাতে পারছেন না টেক্সটও! মোবাইলের ইন্টারনেট পরিষেবাও অকেজো।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, স্পেনের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা টেলিফোনিকার সঙ্গে যুক্ত পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোই সমস্যায় পড়েছে। সেই তালিকায় রয়েছে মুভিস্টার, অরেঞ্জ, ভোডাফোন, ডিজিমোবিল এবং ও-২।
মঙ্গলবার (২০ মে) স্থানীয় সময় ভোর থেকেই ল্যান্ডলাইন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবাগুলো হঠাৎ-ই বন্ধ হয়ে যায়।
কেন এই সমস্যা?
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, টেলিফোনিকার নেটওয়ার্ক ‘আপগ্রেড’ করার কাজ চলছিল। সেই কাজের কারণেই এই বিভ্রাট। তবে সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। সমস্যা দেখা দেয়, স্পেনের জাতীয় জরুরি নম্বর ১১২। ফলে অনেক জরুরি পরিষেবাই থমকে যায়। কয়েকটি অঞ্চলে বিকল্প নম্বর দেওয়া হয়। তাতেও সমস্যা কাটেনি।
সপ্তাহ কয়েক আগে দেশব্যাপী বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছিল স্পেন। রাজধানী মাদ্রিদে কাজ করা বন্ধ করে দেয় ট্রাফিক সিগন্যাল। প্রবল যানজটে গাড়ি ও মানুষের চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। বাতিল করতে হয় একাধিক বিমান। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, ফলে স্টেশনে ও ট্রেনের মধ্যেই আটকে পড়েন বহু যাত্রী।
স্পেনের প্রশাসন এ অবস্থাকে জরুরিকালীন অবস্থা বলে ঘোষণা করে দাবি করেছিল।
ইউরোপের অন্যতম বৃহৎ বিদ্যুৎবিভ্রাট সেটি। এই বিভ্রাটের ফলে হাসপাতালে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা। প্রায় ১৮ ঘণ্টা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘরে ঘরে ফেরে বিদ্যুৎ।
শুধু স্পেন নয়, সেই সময় বিদ্যুৎবিভ্রাটের মুখে পড়েছিল ফ্রান্স, পর্তুগালও। এই ঘটনার সপ্তাহ-চারের মাথায় নতুন সমস্যার মুখোমুখি হলো স্পেন।
আপনার মতামত লিখুন :