ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পুতিনকে ‘পাগল’ বলায় ট্রাম্পকে ‘আবেগপ্রবণ’ বললেন পেসকভ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৬:২৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

মার্কিন ট্রাম্পের পুতিনকে ‘সম্পূর্ণ পাগল’ বলার প্রতিক্রিয়ায় ট্রাম্পকে ‘আবেগপ্রবণ’ বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পুরোপুরি পাগল’ বলে মন্তব্য করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, ট্রাম্পের এই বক্তব্য ‘চরম আবেগপ্রবণ প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ’।

ট্রাম্প রোববার (২৫ মে) ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেন, ‘পুতিনের কিছু একটা হয়েছে। সে অকারণে মানুষ হত্যা করছে। পুরোপুরি পাগল হয়ে গেছে।’

এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘(ট্রাম্পের) এই বক্তব্য সংশ্লিষ্ট সবার আবেগঘন অবস্থার সঙ্গে সম্পর্কিত।’

তিনি আরও দাবি করেন, রাশিয়ার সাম্প্রতিক হামলা ছিল ইউক্রেনের সামাজিক অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়া।

২০২২ সালের ফেব্রুয়ারি পর রাশিয়া সর্ববৃহৎ বিমান হামলা চালায় গত সপ্তাহে যেখানে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এরপর রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত আরও ৩৫৫টি ড্রোন হামলায় ১০ জন নিহত হন।

এসব হামলাকে সামরিক যুক্তির চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের যুক্তি বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং জীবন ধ্বংস করা পুতিনের সংকল্পের অংশ।

সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে গত সপ্তাহে দুই বিশ্বনেতা ট্রাম্প ও পুতিনের মধ্যে দুই ঘণ্টার ফোনালাপ হয়। ট্রাম্প দাবি করেন, আলোচনা ভালোই হয়েছে এবং যুদ্ধ থামাতে রাশিয়া-ইউক্রেন শিগগিরই আলোচনা শুরু করবে।

তবে ইউক্রেন যেখানে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, পুতিন কেবল একটি ‘ভবিষ্যৎ শান্তিচুক্তির খসড়া’ তৈরিতে আগ্রহ দেখিয়েছেন। কিয়েভ ও তার মিত্রদের মতে, এটি সময়ক্ষেপণের কৌশল মাত্র।