আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইটে ‘টার্গেটেড’ হামলা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইসিসির জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ‘গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত একটি নতুন, পরিশীলিত ও টার্গেটেড সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পর শিগগিরই তার আইসিসির সাইবার টিমের নজরে আসে, তারা দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
আরও বলা হয়, ‘আদালত মনে করে, এ ধরনের ঘটনা এবং সেগুলো প্রতিরোধের প্রচেষ্টা সম্পর্কে জনগণ এবং আদালতের সদস্যরাষ্ট্রগুলোকে অবহিত করা অপরিহার্য। আইসিসি জনগণ এবং সব সদস্যরাষ্ট্রের সমর্থন নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। কারণ, জনগণ এবং সদস্যরাষ্ট্রদের সমর্থন ন্যায়বিচার এবং জবাবদিহিতার গুরুত্বপূর্ণ আদেশ বাস্তবায়নে আদালতের সক্ষমতা নিশ্চিত করে, যা সব রাষ্ট্রপক্ষের একটি যৌথ দায়িত্ব।’
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
এর আগে ২০২৩ সালে আইসিসিতে একবার সাইবার হামলা হয়েছিল।

 
                             
                                    -20250702094613.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন