মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি অ্যাপলের প্রতিষ্ঠাতা ও সিইও টিম কুকের ভারতে উৎপাদন সম্প্রসারণের উদ্যোগে সন্তুষ্ট নন। তাঁর মতে, অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের উচিত যুক্তরাষ্ট্রেই উৎপাদন বাড়ানো।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের উৎপাদন সম্প্রসারণ নিয়ে টিম কুকের সঙ্গে ট্রাম্পের এক আলোচনায় কিছুটা ভুল বোঝাবুঝি হয়।
কাতার সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘গতকাল টিম কুকের সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সে এখন পুরো ভারতজুড়ে উৎপাদন করছে। আমি চাই না সে ভারতজুড়ে উৎপাদন করুক।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই না, তোমরা ভারতে কারখানা নির্মাণ করো। ভারত তাদের নিজেদের দেখভাল করতে পারবে। আমাদের দরকার যুক্তরাষ্ট্রেই উৎপাদন বৃদ্ধি।’
অন্যদিকে, কোভিড-১৯ পরবর্তী সময়ে চীনের কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় অ্যাপল ও তাদের অংশীদার প্রস্তুতকারকেরা বিকল্প খুঁজতে শুরু করে। যুক্তরাষ্ট্র-চীন কূটনৈতিক উত্তেজনা ও শুল্কনীতি জটিলতার প্রেক্ষাপটে অ্যাপল তাদের বৈচিত্রায়ণ কৌশলকে আরও গতি দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চের শেষ পর্যন্ত ভারতে অ্যাপলের আইফোন উৎপাদনের পরিমাণ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।
আপনার মতামত লিখুন :