শনিবার, ১৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:০৪ পিএম

পাকিস্তানে পানি সরবরাহ আরও কমানোর পরিকল্পনা ভারতের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:০৪ পিএম

পাকিস্তানে পানি সরবরাহ আরও কমানোর পরিকল্পনা ভারতের

সিন্ধু জলচুক্তি। ছবি:সংগৃহীত

ভারত খেকে পাকিস্তানে প্রবাহিত হওয়া একটি প্রধান নদী থেকে পানি উত্তোলনের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধির পরিকল্পনা করছে ভারত। ধারণা করা হচ্ছে, এপ্রিলে পেহেলগাম হামলার প্রতিবাদ স্বরূপ এ প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। মূলত পাকিস্তানে কৃষি কাজে এবং বিভিন্ন খামারে এই নদীর পানি ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চারজন ব্যক্তি দাবি করেন, পেহেলগাম হামলায় পাকিস্তান সম্পৃক্ত এবং এর জেরেই পানি উত্তোলন বাড়ানোর এ পরিকল্পনা গ্রহণ করছে ভারত।

সম্প্রতি ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করে ভারত,যা সিন্ধু নদ জল ব্যবহার নিয়ন্ত্রণ করে। ভারত-অধিকৃত কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাকে ভারত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।

পাকিস্তান এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের পর গত সপ্তাহে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও ভারত চুক্তিটি ‘স্থগিত’ রেখেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২২শে এপ্রিলের হামলার পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মকর্তাদের চেনাব, ঝিলাম এবং সিন্ধু নদীর উপর প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়ন দ্রুত করার নির্দেশ দিয়েছেন।

ভারত থেকে পাকিস্তানের পাঞ্জাবে প্রবাহিত হওয়া চেনাব নদীর উপর রণবীর খালের দৈর্ঘ্য দ্বিগুণ করে ১২০ কিলোমিটার করার পরিকল্পনা করছে ভারত। ভারতের দাবি সিন্ধু জল চুক্তির বহু আগেই খালটি নির্মিত।

সরকারী নথির বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চারজন ব্যক্তি জানিয়েছেন সেচের জন্য চেনাব থেকে বর্তমানের ৪০ ঘনমিটারের পরবির্তে ১৫০ ঘনমিটার পানি উত্তোলনের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই খাল সম্প্রসারণে কয়েক বছর সময় লাগতে পারে।

রণবীর খাল সম্প্রসারণের বিষয়ে ভারত সরকারের আলোচনার বিশদ আগে কখনও প্রকাশিত হয়নি। আলোচনা গত মাসে শুরু হয়েছিল এবং যুদ্ধবিরতির পরেও অব্যাহত রয়েছে, একজন ব্যক্তি জানিয়েছেন।

পানি ও পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভারতীয় মন্ত্রণালয়,প্রধানমন্ত্রী মোদির কার্যালয় এবং সিন্ধু প্রণালীতে অনেক প্রকল্প পরিচালনাকারী ভারতীয় জলবিদ্যুৎ জায়ান্ট এনএইচপিসিও এব্যাপারে কোন মন্তব্য করেনি।

এসপ্তাহে এক উত্তপ্ত বক্তৃতায় নরেন্দ্র মোদি বলেন, "জল ও রক্ত ​​একসাথে প্রবাহিত হতে পারে না", যদিও তিনি চুক্তির কথা উল্লেখ করেননি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ত্যাগ করে ততক্ষণ পর্যন্ত ভারত চুক্তিটি স্থগিত রাখবে’।

পাকিস্তানের পানি ও পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ সপ্তাহে আইন প্রণেতাদের জানিয়েছেন যে সরকার ভারতকে চিঠি লিখে যুক্তি দিয়েছে যে চুক্তি স্থগিত করা বেআইনি এবং ইসলামাবাদ এটিকে বলবৎ বলে মনে করে। এ ব্যাপারে বিশ্বব্যাংক,য্র মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি, এর প্রেসিডেন্ট অজয় বঙ্গ সিন্ধু চুক্তি স্থগিত ও সংশোধনে উভয় রাষ্ট্রের সমঝোতাকে প্রাধান্য দিয়েছে।

এপ্রিল মাসে ভারত চুক্তি স্থগিত করার পর ইসলামাবাদ বলেছে যে তারা ‘পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যেকোনো ‘প্রচেষ্টা’ কে ‘যুদ্ধের পদক্ষেপ’ বলে মনে করে।

২৫ কোটি জনসংখ্যার দেশটির প্রায় সকল জলবিদ্যুৎ প্রকল্প ও প্রায় ৮০ শতাংশ পাকিস্তানি খামার সিন্ধু নদের উপর নির্ভরশীল।

তবে পাকিস্তান ইতোমধ্যে ভারতের কাছ থেকে চাপের সম্মুখীন হয়েছে এবং ভবিষ্যতে সম্ভাব্য আরো চাপের ধারণাও পেয়েছে । মে মাসের শুরুতে ভারত কিছু সিন্ধু প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করার পর পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ জল গ্রহণস্থলে জলের পরিমাণ ৯০ শতাংশের মতো কমে যায়।

Link copied!