মুসলিম অধ্যুষিত দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দ্রাবাদের আইকনিক স্থাপনা বিখ্যাত চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ নারী ও আট শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
রোববার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানায়, ঐতিহাসিক চারমিনারের কাছেই গুলজার হাউস এলাকার একটি বাণিজ্যিক ভবনে এ ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস তথ্য পেয়ে ছুটে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি।
আপনার মতামত লিখুন :