মার্কিন মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান তাদের সীমান্ত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতিকালীন সময় তাদের সেনা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।
সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৩০ মে এর মধ্যে তাদের সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য নিউজকে জানিয়েছে, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের জন্য সক্রিয়ভাবে সম্মত হয়েছেন।
দু’দেশের যুদ্ধবিরতির পর এই পদক্ষেপকে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা উত্তেজনা হ্রাসকে ‘আস্থা তৈরির পদক্ষেপের ধারাবাহিকতা’ হিসেবে বর্ণনা করেছেন।
একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র জানিয়েছে, স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ। সূত্র আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ সম্পর্কে উভয় পক্ষের কর্মকর্তারা গত রোববার স্পষ্ট করে বলেছেন, এ দিন ডিজিএমওদের আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়নি। মূলত মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি শেষ হওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়াই কার্যকর হয়েছে।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন, গত ১২ মে ডিজিএমও-এর সঙ্গে আলোচনায় যেমনটি পুনর্ব্যক্ত করা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।