ঢাকা বুধবার, ২৮ মে, ২০২৫

কাদের ‘লাগাম’ টানতে বললেন বিরক্ত মোদি?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৮:৪৮ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছবি : সংগৃহীত

পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে ভারতে। ক্ষমতাসীন দল বিজেপির নেতা মন্ত্রীদের বেফাঁস মন্তব্যে যুদ্ধবিরতি রক্ষা দুষ্কর হয়ে পড়ছে। এ নিয়ে বিরক্ত হয়ে ‘লাগাম’ টানার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদি।

রোববার (২৫ মে) এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সবাইকে সংযত হয়ে কথা বলতে বলেন মোদি।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৈঠকে মোদি যেকোনো জায়গায় যেকোনো বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।

সংবাদমাদ্যমগুলো আরও জানিয়েছে, মোদির পাশাপাশি বিরক্ত বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বও। এ পরিপ্রেক্ষিতে মোদির ‘মুখে লাগাম টানার’ পরামর্শকে পুনর্ব্যক্ত করছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন মতে, গত শনিবার (২৪ মে) বিজেপি রাজ্যসভার সংসদ রামচন্দ্র জাংরা পেহেলগাম হামলায় নারী পর্যটকদের প্রতিহত না করা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান। 

তিনি বলেন, পেহেলগামে নারী পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তারা যদি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেন, তবে হতাহতের সংখ্যা কম হতো।

এর আগে কর্নেল সোফিয়া কুরেসি কে ‘সন্ত্রাসবাদীদের বোন’ আখ্যায়িত করে বিতর্কে জড়ান বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। এর জের ধরে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মধ্যপ্রদেশ পুলিশ।