ভারতের কেরালার তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ দিন ধরে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫বি লাইটনিং ২ যুদ্ধবিমানটি অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। প্রযুক্তিগত জটিলতার কারণে এতদিন বিমানটি বিমানবন্দরের মূল রানওয়ে দখল করেই ছিল।
জানা গেছে, সম্প্রতি ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অফ ওয়েলস। মহড়ার অংশ হিসেবে গত ১৪ জুন আকাশে ওড়ার সময় যুদ্ধবিমানটির জ্বালানিতে টান পড়ে। পরে সেটি জরুরি অবতরণ করে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে।
বিমানটি অবতরণের পরই ভারত প্রযুক্তিগত সহায়তা দিতে চাইলেও ব্রিটিশ কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। শুরুতে তারা বিমানটিকে হ্যাঙারে সরিয়ে নিতে অনিচ্ছুক ছিল। পরে পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত রাজি হয়।
বিমানটির হাইড্রোলিক সিস্টেমে জটিল ত্রুটি ধরা পড়ায় বিমানবন্দরে অবস্থান করছিল এটি। প্রথমে একটি ৪০ সদস্যের দল পাঠিয়েও মেরামতের সম্ভাবনা পাওয়া যায়নি। পরে আরও একটি বিশেষজ্ঞ দল এসে অবশেষে সিদ্ধান্ত নেয়- বিমানটিকে হ্যাঙারে সরিয়ে এনে মেরামতের চেষ্টা করা হবে।
ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এখন বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন স্থানীয়ভাবে মেরামত সম্ভব কিনা। যদি তা সম্ভব না হয়, তাহলে সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে করে এফ-৩৫বিকে এয়ারলিফট করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এ জন্য বিমানটিকে কয়েকটি অংশে ভাগ করতে হবে, যা ব্রিটিশ কারিগররাই করবেন।
উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একটি ক্ষতিগ্রস্ত এফ-৩৫বি যুদ্ধবিমান এয়ারলিফট করে ব্রিটেনে ফেরত নেওয়া হয়েছিল।