ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ভারতীয় নার্স প্রিয়ার ফাঁসি ‘ঠেকাতে’ ১০ লাখ ডলারের প্রস্তাব!

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১১:৪৭ পিএম
ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ছবি- সংগৃহীত

ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি আগামী ১৬ জুলাই কার্যকর হতে পারে। মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ জানিয়ে কারা কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল।

বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি

নিমিশা প্রিয়া কেরালার বাসিন্দা। ২০০৮ সালে পেশাগত কারণে ইয়েমেনে যান। ২০১৭ সালে তার সাবেক ব্যবসায়িক অংশীদার তালাল আবদো মাহদিকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মাহদির দেহ টুকরো করে পানির ট্যাংকে ফেলার অভিযোগে ইয়েমেনের একটি আদালত ২০২০ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেন।

পরে সুপ্রিম কোর্টে আপিল করলেও ২০২৩ সালে তা খারিজ হয়। চলতি বছরের জানুয়ারিতে হুথি সরকারের শীর্ষ নেতৃত্ব তার মৃত্যুদণ্ড অনুমোদন করে।

নিমিশা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবি করেন, মাহদি তাকে নির্যাতন করতেন, টাকা ও পাসপোর্ট কেড়ে নিয়েছিলেন এবং বন্দুক দেখিয়ে হুমকি দিতেন। ওই নির্যাতনের মাঝেই মাহদিকে অচেতন করে পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে ভুলবশত ওষুধের মাত্রা বেড়ে যায়, যা মৃত্যুর কারণ হয়।

ইয়েমেনের শরিয়াভিত্তিক বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তির একটি পথ হলো ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ক্ষমা পাওয়া। এক্ষেত্রে সাধারণত দিয়া বা রক্তপণ অর্থ পরিশোধ করতে হয়।

নিমিশার পরিবার ইতোমধ্যে মাহদির পরিবারের কাছে ক্ষমা চেয়ে ১০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। এ অর্থ সংগ্রহে ‘সেভ নিমিশা প্রিয়া’ নামের একটি লবি গ্রুপ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে জোগাড় করেছে। ইয়েমেনভিত্তিক সমাজকর্মী স্যামুয়েল জেরোম মাহদির পরিবারের সঙ্গে আলোচনার দায়িত্বে রয়েছেন।

নিমিশার মা একজন দরিদ্র গৃহকর্মী, মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ২০২৪ সালের এপ্রিল থেকে ইয়েমেনে অবস্থান করছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।