পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল।
শুক্রবার স্থানীয় সময় রাতে ভারতের গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম আরুণাবেন নতুভাই জাদব। তিনি কুচ জেলার আঞ্জার থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার প্রেমিক দিলীপ দাঙচানিয়া সেন্ট্রাল পুলিশ ফোর্সের কনস্টেবল এবং বর্তমানে মণিপুরে কর্মরত। তারা লিভ টুগেদারে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অঞ্জার সার্কেলের সহকারী পুলিশ সুপার (ডিএসপি) মুকেশ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে আরুণা ও দিলীপের মধ্যে ঝগড়া হয়। দিলীপের অভিযোগ ঝগড়ার সময় তাঁর মাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন আরুণা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে আরুণাকে শ্বাসরোধ করে হত্যা করেন দিলীপ। পরে শনিবার সকালে তিনি নিজেই অঞ্জার থানায় এসে হত্যার কথা স্বীকার করেন।
তদন্তে জানা গেছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয়। এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস করছিলেন। খুব শিগগিরই বিয়ের পরিকল্পনাও ছিল তাদের। ঘটনার পর আরুণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিলীপকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন