হঠাৎ করেই পদত্যাগ করেছেন ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার দুবছর আগেই সোমবার পদত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যগত কারণে পদ ছাড়ার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া চিঠিতে জগদীপ ধনখড় ইস্তফা দেন। তবে কংগ্রেসের দাবি, ধনখড়ের এই পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে।
৭৪ বছর বয়সি জগদীপ ধনখড় চলতি মাসের শুরুতেই আভাস দিয়েছিলেন যে, তিনি ‘সঠিক সময়ে’ অবসর নিতে পারেন, তবে সে সিদ্ধান্ত ‘সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল’।
রাষ্ট্রপতিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমাদের মহান গণতন্ত্রে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। এই পরিবর্তনের সময়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নজিরবিহীন উন্নয়নে অংশ নিতে পারা এক বিশাল সৌভাগ্য।’