ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়া জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আরও অন্তত ৬০ জন আটকা পড়ে।
শুক্রবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এনডিটিভি।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে রয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারাও। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিশুদের পরিবারের সদস্যরাও ছুটে যান সেখানে।
প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে,শুক্রবার (২৫ জুন)সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৭ জন শিশু মারা গেছে এবং ১৭ জন আহত হয়েছে। এছাড়া ১০ জন শিশুকে ঝালাওয়ারে পাঠানো হয়েছে, যার মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর। এছাড়া ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ জন শিশু প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান হয়।
রাজস্থান রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, ‘আমি জেলা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং আহত শিশুদের চিকিৎসা তদারকির নির্দেশ দিয়েছি। ভবন ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা ও যথাসাধ্য সাহায্য করার নির্দেশ দিয়েছি।’