স্ত্রীর অতিরিক্ত বিলাসী জীবনযাপনের চাহিদা পূরণ করতে গিয়ে চুরির পথে হাঁটলেন এক শিক্ষিত যুবক। ভারতের রাজস্থানে ঘটেছে এই চমকপ্রদ ঘটনা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী এবং একসময় একটি ভালো বেতনের চাকরিতে নিযুক্ত ছিলেন। সম্প্রতি বিয়ের পর থেকেই স্ত্রীর ভোগ-বিলাসের দাবি ক্রমেই বেড়ে যায়। অথচ স্বামীর সামর্থ্য সীমিত।
পুলিশ জানায়, স্ত্রীর লাগামহীন চাহিদা মেটাতে না পেরে ওই যুবক চাকরি ছেড়ে দেয় এবং চুরিকে জীবিকার পথ হিসেবে বেছে নেয়। জয়পুর শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনায় সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে যুবক পুলিশের কাছে স্বীকার করেন, স্ত্রীর বিলাসী রুচির সঙ্গে তাল মেলাতে গিয়েই তিনি অপরাধের জগতে ঢুকে পড়েন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময় ও হতাশা তৈরি হয়েছে। এক শ্রেণির সমাজ বিশ্লেষক বলছেন, শুধু বৈবাহিক জীবনের চাপে শিক্ষিত কেউ যদি চোর হয়ে ওঠেন, তা সমাজের জন্য অশনিসংকেত।